• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইসরাইলি বিমান দেখলেই গুলির নির্দেশ সিরিয়ার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে ইসরাইলকে শক্ত হাতে জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে সিরিয়া। সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ হুশিয়ারি দিয়েছে।  ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে রোববার (২৩ ফেব্রুয়ারি) এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জেনারেল কমান্ড এক বিবৃতিতে সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং সিরিয়ার বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ