• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইভিএম অজ্ঞতায় ভোটগ্রহণে ধীরগতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জুন ২০১৯  

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

মোট ৬৩ কেন্দ্রের সবকটিতেই ইভিএমে ভোট নেয়া হচ্ছে। তবে ইভিএম সম্পর্কে ভারত সীমান্তবর্তী এ উপজেলার বেশিরভাগ ভোটারই অজ্ঞ। এর ফলে ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। এতে দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন।

 

সকাল থেকে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে প্রযুক্তিগত জ্ঞান স্বল্পতার কারণে ইভিএম নিয়ে বিপাকে পড়ছেন ভোটাররা। ভোট দিতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছেন বয়স্ক ভোটাররা। এছাড়া ইভিএমে ভোটার যাচাইকরণের জন্যও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। এর ফলে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অন্য ভোটারদের।

সকাল সোয়া ১০টার দিকে চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ইভিএমে বেশি সময় লাগায়। এতে লাইনে আটকে আছেন ভোটাররা। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ৬৫৭ জন। সকাল পৌনে ১১টা পর্যন্ত মাত্র ২৪৬টি ভোট পড়েছে কেন্দ্রটিতে।

BB-EC-2

ইয়াছমিন নামে ওই কেন্দ্রের এক ভোটার জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে এসেছি ভোট দিতে। কিন্তু লাইন শেষ হচ্ছে না। মনে হচ্ছে এক জায়গাতেই আটকে আছি।

রাফিয়া নামে আরেক ভোটার বলেন, বাড়ির কাজ ফেলে আধাঘণ্টা ধরে রোদে দাঁড়িয়ে আছি। ভোট দিতে পারছি না। ভেতরে সময় বেশি লাগছে।

সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. এ হালিম সরকার জাগো নিউজকে বলেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়ায় ভোটারদের একটু সমস্যা হচ্ছে। প্রত্যেক ভোটারকেই আমাদের বুঝিয়ে দিতে হচ্ছে। সেজন্য একজনের ভোটগ্রহণে কয়েক মিনিট সময় লাগছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ