• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লেবাননে বাংলাদেশিদের সর্তক করলো বৈরুত দূতাবাস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

ঢাকা: 

 

কোনো ধরনের ‘অনৈতিক কাজে’ জড়িত না হওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে লেবাননের বৈরুতে অবস্থিত দূতাবাস।

 

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, বৈরুতের জ্বাল আল দিব এলাকার মেয়র ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের এক বৈঠক হয় শুক্রবার (১২ জুলাই)। বৈঠকে অভিযোগ ওঠে, জ্বাল আল দিব এলাকার প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই মদ্যপান করে রাস্তায় উচ্ছৃঙ্খল আচরণ করেন। ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে মারাত্মক বিঘ্ন ঘটছে। গত ১১ জুলাই রাতেও এমন ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তখন এলাকাবাসী পুলিশকে খবর দিলে অনেক চেষ্টার পর ‍পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় মেয়রের অভিযোগ, এই এলাকায় বিভিন্ন সময়ে বাংলাদেশিরা মদ্যপ অবস্থায় বেসামাল আচরণসহ নানা কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। তারা বাংলাদেশি নাইট ক্লাবও গড়ে তুলেছেন। সে কারণে পরিস্থিতির উন্নয়নে দূতাবাসের সাহায্য কামনা করেন তিনি। 

বিষয়টি তুলে ধরে বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, লেবাননে বাংলাদেশিদের সুনাম কোনোভাবেই যেন নষ্ট না হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ