• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শ্রম সহযোগিতা চুক্তির জন্য সিশেলস যাচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

শ্রম সহযোগিতা চুক্তির জন্য পূর্ব আফ্রিকার পর্যটন সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র সিশেলস যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

আজ শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টায় সিশেলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে প্রতিনিধিদলটি।

সেখানে সিশেলসের কর্মসংস্থান মন্ত্রী মারিয়াম টেলিম্যাক ও অন্যান্য সরকারি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাবেন।

রোববার (২০ অক্টোবর) বিকেলে সিশেলসের বাংলাদেশ কম্যুনিটির সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরদিন সিশেলসের উপ রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এরপর তিনি সিশেলসের কর্মসংস্থান, ইমিগ্রেশন ও সিভিল স্ট্যাটাস মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি টেকনিক্যাল মিটিং শেষ করে বাংলাদেশ-সিশেলস শ্রম সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর দিবাগত রাতে মন্ত্রী দেশে ফিরবেন।

প্রতিনিধিদলে মন্ত্রীর সঙ্গে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফজলুল করিম, উপসচিব মোহাম্মদ শাহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপসচিব) ডি এম আতিকুর রহমান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ