• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক কারবারি’ নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক কারবারি।

আজ রোববার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়াপাড়া নৌঘাট ও হোয়াইক্যং কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্যমতে, মোহাম্মদ আবদুল আজিজকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়াপাড়া নৌঘাটে অভিযানে চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আহত হন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিশকাত ও কনস্টেবল রুমেন দাস।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক আজিজকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে দাবি করেন ওসি।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি এলজি, সাতটি কার্তুজ ও তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে হোয়াইক্যং কানজরপাড়া এলাকায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মো. রহিম উদ্দিন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি বিজিবি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ