• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঔষধ প্রশাসনের অনুমোদন পেল বুয়েটের তৈরি ‘অক্সিজেট’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি ‘অক্সিজেট’ নামের ডিভাইসটি আপাতত ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন দিতে এর অনুমোদন দেওয়া হয়।

ঔষধ প্রশাসন অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ সালাউদ্দিন ও ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তওফিক হাসান জানান, কিছুক্ষণ আগে ঔষুধ প্রশাসন অধিদফতর থেকে জানা গেছে যে, ২০০টি অক্সিজেট ডিভাইস উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। এটি দেশের ক্লান্তিলগ্নে করোনার সংক্রমণ রোধে কিছুটা হলেও কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ