• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইছাহাক হোসেন (৭০)
নিহত হয়েছেন। এ সময় তার গাড়ির ড্রাইভার দুলাল রায় আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত
পৌনে ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে ইছাহাক হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি পত্নীতলা
উপজেলা নজিপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত খায়ের মুন্সীর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে
দলীয় কার্যালয় থেকে কাজ শেষে বাসার উদ্দেশে বের হন তিনি। গাড়ি থেকে নেমে বাসার গেটে ঢোকার সময়
আগে থেকে ওঁৎ পেতে থাকা চার-পাঁচজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময়
তার চিৎকারে ড্রাইভার দুলাল গাড়ি থেকে নেমে এলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। দুলালের
চিৎকারে গ্রামবাসী এসে আহত দু’জনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে
নেওয়ার পথে ইসাহাক হোসেন মারা যান। আহত দুলাল নজিপুর ইউনিয়নের চকদূর্গাআয়ন গ্রামের নারায়ন
রায়ের ছেলে। হত্যার ঘটনার সঠিক কোনও কারণ জানা যায়নি। দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান চলছে।’

এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার দেবাশিস রায় জানান,
গ্রামবাসীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন ও তার ড্রাইভার দুলাল রায়কে হাসপাতালে
নিয়ে যাওয়ার পথেই ইছাহাক হোসেন মারা যান। দুলাল রায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইছাহাক হোসেনের মাথায়, বুকে ও শরীরের বেশ কিছু জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ