• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মির্জা আব্বাসের দুর্নীতি মামলা চলতে বাধা নেই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের (দুর্নীতি দমন কমিশন) দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।  তার আবেদনটি শুনানির জন্য আগামী দুই সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।পরে দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। দুই সপ্তাহের জন্য এর শুনানি মুলতবি রাখা হয়েছে।এর ফলে এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই।এর আগে গত ১১ নভেম্বর মির্জা আব্বাসের দুর্নীতির মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এদিন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম. হাফিজুল আলমের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।  পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।ইতিপূর্বে ২২ অক্টোবর আসামিপক্ষে শুনানির সময় কেউ উপস্থিত ছিলেন না, তখন মামলাটি সেদিন সরাসরি খারিজ হলে পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আনসাইন আদেশ রি-কল করা হয়।  

গত ৪ অক্টোবর অ্যাডভোকেট মো. নুরুল হুদা হলফনামা করে মামলা বাতিলের আবেদন করেছিলেন।  ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম গত ১৬ আগস্ট ২০০৭ সালে রমনা থানায় মামলাটি দায়ের করেন।  মামলা নং-৩৫।  মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এ বিচারাধীন আছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ