• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার আপিলের শুনানি শেষে কমিশন ট্রাইব্যুনাল তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এর আগে ঋণ খেলাপির অভিযোগে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীতা ফিরে পেতে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে আবেদন করেন রুহুল আমিন হাওলাদারের আইনজীবী নজরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার ১ থেকে ১৬০ জনের শুনানি হয়েছে। আজ ১৬১ থেকে ২৩০ জনের শুনানি চলবে ইসিতে। এরমধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বাতিল ঘোষণা করা হয় ৭৬ জনের। চার জন প্রাথীর আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ৮ ডিসেম্বর শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ