• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দ্বিতীয় দিনের আপিলে মনোনয়ন বৈধ হল যাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। শুনানি শেষ হবে আগামীকাল শনিবার। সিরিয়াল নম্বর অনুযায়ী আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ আপিল শুনানি শুরু হয়।

গারগাঁও নির্বাচন ভবনে এজলাসে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ আপিল নিষ্পত্তি শেষে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন—মো: জিয়া উদ্দিন ও আবদুল খালেক (ব্রাহ্মণবাড়িয়া-৬), মুসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-৪), হাসান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম- ৮), আবু আহমেদ হাসনাত (চট্টগ্রাম-৭), মো: গিয়াস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-২), মো. আলতাফ হোসাইন (কুমিল্লা-১), খোরশেদ আলম খুশু (চাঁদপুর-৫), মো. মেহেদি হাসান (ব্রাহ্মণবাড়িয়া-৫), খোরশেদ আলম (চট্টগ্রাম-৮), একে ফাইয়াজুল হক (বরিশাল-২)।

একে ফাইয়াজুল হক হলেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতি।

সারা দেশ থেকে আসা ৫৪৩টি আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি নেওয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ