• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চূড়ান্ত মনোনীতদের চিঠি দিচ্ছে আ.লীগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাধিক প্রার্থী দেওয়া আসন এবং জোটের শরিকদের সঙ্গে যেসব আসনে সমঝোতা হয়েছে সেসব আসনে মনোনয়নের চূড়ান্ত চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। 

শুক্রবার সকাল ১০টার পর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ শুরু করেন।

এসময় ওবায়দুল কাদের জানান, ৩০০ আসনের মধ্যে ৫৫ থেকে ৬০টি জোট শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া ১৭টি আসনে আওয়ামী লীগ একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল। সেসব আসনে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে।

জোট শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, জাতীয় পার্টির (জেপি মঞ্জু) দুটি, তরিকত ফেডারেশন দুটি, জাসদ (আম্বিয়া) একটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। যুক্তফ্রন্টকে ৩টি আসন দেওয়া হয়েছে।

দ্বৈত মনোনয়ন দেওয়া ১৭টি আসনে যেসব প্রার্থী চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, পটুয়াখালী-৩ আসনে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, চাঁদপুর-১ আসনে সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, লক্ষ্মীপুর-৩ আসনে বিমান পরিবহন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

এর আগে বৃহস্পতিবার রাতে রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নই চূড়ান্ত চূড়ান্ত করা হয়। এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিরীন শারমিন দুইজনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

এছাড়া চূড়ান্ত চিঠি পেয়েছেন নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক, চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, টাঙ্গাইল-২ আসনে তানভীর হাসান ছোট মনির।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ