• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পূজাকে ভোটের ইস্যু করতে চাইছে তাবিথ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

'নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে ৩০ জানুয়ারি পূজার দিন ভোট দিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে আমরা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি।' আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

যদিও চন্দ্র ও তিঁথির হিসেবে হিন্দু ধর্মালম্বীদের স্বরস্বতি পূজা শুরু হবে ২৯ জানুয়ারি। তবুও একটি পক্ষ ঢাকা সিটির ভোট পিছাতে প্রথম থেকেই উষ্কানী দিয়ে যাচ্ছে। এটি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার একটি ষড়যন্ত্র বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সাথে হিন্দু ভোটারদের মনজয় করে পক্ষে টানার একটি কৌশল বলেও মনে করা হচ্ছে। 

এদিকে বিএনপি শুরু থেকেই সুষ্ঠু ভোট নিয়ে আশংকার কথা বলে আসছে। ধানের প্রার্থীরা এক দিকে ভোটারদের মনজয়ের চেষ্টা অব্যাহত রেখেছেন অন্যদিকে পূজাকে ইস্যু করে সরকার ও নির্বাচন কমিশনকে চাপে রাখার চেষ্টা করে যাচ্ছেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ