• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ কারাবন্দীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

গোপালগঞ্জ জেলা কারাগারে আটককৃত কারাবন্দীদের সংশোধনের লক্ষ্যে সকালে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেল সুপার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. তরুণ মণ্ডল, ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মো. মাসুদুল হক।

এ সময় কারাবন্দীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে তাই এই ধ্বংসের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, আমরা গড়ে তুলি মাদক মুক্ত সমাজ ও সমৃদ্ধশালী দেশ।

এ সময় তিনি কারাবন্দীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে তিন শতাধিক কারাবন্দীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমেডি শো অনুষ্ঠিত হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ