• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বানিয়াচংয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ২ বখাটের কারাদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

 হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অপরাধে দুই বখাটেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আকুঞ্জি এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সিকন্দরপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে আব্দুল খালেক প্রকাশ ওরফে আকাশ (১৬) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের মোস্তফা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০)। 

স্থানীয়রা জানায়, সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন বখাটেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আকাশ ও হৃদয়কে আটক করে খাগাউড়া অস্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে বিচারক আকাশকে পাঁচ হাজার টাকা জরিমানা ও হৃদয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আকুঞ্জী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় হৃদয়কে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আকাশকে জরিমানার টাকা ও মুছলেখা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ