• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সফরে ঢাকা কলেজছাত্র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শিক্ষা সফরে সারা দেশ থেকে নির্বাচিত শিক্ষার্থী দলের সাথে অংশ নিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ দিনের সফরে ভারত যাবেন তিনি।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জাতীয় পর্যায়ে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই শিক্ষা সফরের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিএনসিসির শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন মো. সালাউদ্দিন। যার প্রেক্ষিতে আন্তর্জাতিক এই শিক্ষাসফরে সে অংশগ্রহণ করছেন।

বিএনসিসি মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, পিএসসিজি বলেন, ‘আমি প্রত্যাশা করি বাংলাদেশ বিএনসিসি শুধু দেশ নয়, একদিন সারা বিশ্ব জয় করবে।’

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমকে উৎসাহ প্রদান করা ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে- শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষক।

এ ধরনের আয়োজন বেশ কয়েক বছর ধরে চলমান থাকলেও বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক শিক্ষা সফর এই বছরই প্রথম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ