• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঢাবিতে এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ৪১তম ব্যাচের ভর্তি পরীক্ষা শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এই ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষায় ৪৩০টি আসনের বিপরীতে ২২৮৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাসস

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ