• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দীপিকা-রণবীরের জমকালো সংবধর্না

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

বতর্মানে বলিউডের অন্যতম আলোচিত জুটি দীপিকা-রণবীর। ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে সারেন তারা। বিয়ের পরে দেশে ফিরে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন এই দম্পতি। বেঙ্গালুরুর লীলা প্যালেসে রিসেপশনের জন্য হাজির হন এই জুটি। রাজকীয় লুকে ধরা দিলেন দুজনে। তাদের বিয়েতে ছবি তোলার সুযোগ হয়নি কোনোভাবেই। নিরাপত্তার বেড়াজাল টপকে দীপ-বীরকে ক্যামেরাবন্দি করা ছিল রীতিমতো অসম্ভব। কিন্তু, রিসেপশনে সেই গÐি না থাকায় চিত্রগ্রাহকদের মনের মতো করেই লেন্সবন্দি হলেন দীপিকা-রণবীর। মায়ের দেয়া সোনালি কাঞ্জিভরম ও মানানসই গয়নায় রানি পদ্মাবতীর মতোই লাগছিলেন অভিনেত্রী। অপরদিকে, রোহিত বালের ডিজাইনার শেরওয়ানিতে সেজেছিলেন বাজিরাও। সোশাল মিডিয়ায় এই রিসেপশনের ছবিও শেয়ার করেছেন তারা। এই গালা রিসেপশনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ব্যবসায়ী কিরণ মজুমদার শা, সুধা মূতির্, বøগার অনুজা পান্ডে, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় পুলেল্লা গোপীচাঁদ, পি ভি সিন্ধু ও অনিল কুম্বলে। ২৮ নভেম্বর মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে তাদের পক্ষ থেকে থেকে।

এদিকে গত ১৪ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৫টার পর রাজকীয় সাজে মহাধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ের প্রথম দিনের অনুষ্ঠান। বিয়েতে ছিল কড়া নিরাপত্তা। প্রাণবন্ত এ জুটির বিয়ের অনুষ্ঠানও ছিল বেশ প্রাণবন্ত। উত্তর ভারতীয় ঐতিহ্য অনুযায়ী পরদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার বিয়ের আয়োজন। বিয়ের দিন রাতে ছিল এনগেজমেন্ট পাটির্, যেখানে দীপিকা ও রণবীর সংগীত এবং মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্পস পবর্তমালার পাদদেশে অবস্থিত নৈসগির্ক সৌন্দযের্র আদলেঘেরা ছিল তাদের বিয়ের ভেন্যু। যা দেখে মনে হতে পারে এ যেন কোনো রূপকথার রাজপুত্র আর রাজকন্যার বিয়ে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ