• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জানেন চশমা কেন দ্রুত নষ্ট হয়ে যায় ...

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

বয়স্ক মানুষের জন্য চশমা একটি খুব প্রয়োজনীয় জিনিস।মাঝের মধ্যে অল্পকিছুদিনের মধ্যেই চশমা নষ্ট হয়ে যায়।প্রতিদিন যে জিনিসটি ব্যবহার করতে হচ্ছে সে জিনিসের প্রতি যত্নশীল না হলে সেটা যে খুব বেশিদিন টিকবে না সেটাই স্বাভাবিক। চশমার ক্ষেত্রে কয়েকটি ছোট ভুলেই কয়েকদিন ব্যবহারে চশমা ভেঙে যায়, চশমায় দাগ পড়ে যায় কিংবা চশমর ফ্রেম বেঁকে যায়।সেই ভুলগুলো দেখে নিন -
চশমা খুলতে দুই হাতের ব্যবহার : এই ভুলটা সবচেয়ে বেশি করা হয়। চশমা খোলার সময় এক হাত ব্যবহার করা হয়। এতে করে চশমার এক পাশে চাপ পড়ে এবং চশমা একদিকে বেশি বেঁকে যায়।এর ফলে কিছুদিনের মধ্যেই চশমা নষ্ট হয়ে যায় ।
লেন্স পরিষ্কার করা : চশমার লেন্স বা গ্লাস পরিষ্কারের ক্ষেত্রে সবসময় অ্যামোনিয়া ও অ্যালকোহলভিত্তিক পরিষ্কারক উপাদান এড়িয়ে যেতে হবে। এক্ষেত্রে ভালো কাজ করবে পানি ও ডিশ সোপের মিশ্রণ
গরম স্থান থেকে দূরে রাখা : সাধারণ চশমা কিংবা সানগ্লাস ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, গরম ও অতিরিক্ত আলোযুক্ত স্থানে যেন সেগুলো রাখা না হয়। ভুলক্রমে রাখা হলেও খুব বেশিক্ষণ যেন না থাকে। এতে করে চশমার রঙ নষ্ট হয়ে যায় এবং চশমার ফ্রেমের আকৃতি বিকৃত হয়ে যায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ