• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ত্বক-চুলের নানা সমস্যা সমাধানে ভিনিগার!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

রান্নাঘরে ভিনিগার থাকে না এমন বাড়ি পাওয়া দুষ্কর। বাঙালির প্রতিটি রান্নাঘরে এই জিনিসের কদর বরাবরই রয়েছে। কিন্তু কেবল রান্নার কাজেই এর ব্যবহার হয় বলে জানতেন কি?

তা হলে আপনার এই ধারণা বদলানোর সময় এসেছে। কেবল রান্নাবান্নাই নয়, ব্যবহার জানলে, এই ভিনিগারই হয়ে উঠতে পারে আপনার ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান!

জানেন কি, কোন কোন সমস্যায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ভিনিগার? রইল টিপ‌্স।

মোজা পরলে তাতে দুর্গন্ধের সমস্যায় ভোগেন অনেকেই। সে কারণে পা থেকে মোজা খুলতেও সমস্যায় পড়েন। এই সমস্যা কাটাতে কাজে আসবে ভিনিগার। তিন কাপ পানির সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। পুরনো কোনও শ্যাম্পুর বোতলে এটি রেখে ঝাঁকিয়ে নিয়ে পায়ে স্প্রে করুন। প্রতিবার বাড়ি থেকে বেরনোর আগে বা বাড়ি ফিরে এই স্প্রে লাগান পায়ে। সমস্যা মিটবে।

তৈলাক্ত ত্বক? ভিনিগার দিয়ে বানিয়ে ফেলতে পারেন মনের মতো টোনার। তেলতেলে ত্বকে এর অ্যাস্ট্রিনজেন্ট টোনারের কাজ করে।

তৈলাক্ত ত্বকের কারণে অতিরিক্ত ব্রণ হয়? ফুসকুড়ি বা ব্রণের সমাধান লুকিয়ে আছে ভিনিগারে। কয়েক ফোঁটা ভিনিগারের সঙ্গে এক-দু’ফোঁটা পানি মেশান। এই মিশ্রণ দিয়ে তুলা ভিজিয়ে তা চেপে রাখুন ব্রণ ও ফুসকুড়ির জায়গায়। ভিনিগার অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটিরিয়াল হওয়ায় ত্বকের ব্রণ রুখতে সক্ষম। তেল ও ভিনাগারের মিশ্রণ গরম করে মাথার ত্বকে মাখুন। মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকির সমস্যা কমাতে এ এক অব্যর্থ কৌশল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ