• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টিতে কাঁপছে রাজধানীবাসী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

শীতের তীব্রতায় কাঁপছে রাজধানীসহ গোটা দেশ। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখা যায়নি। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শীতের এ তীব্রতা থাকবে আরও বেশ কয়েকদিন। এছাড়া সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে পুরো শহর। ফলে গাড়ি চলাচলে অসুবিধা হতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি আগামী দু-তিন দিন বেশি থাকবে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহী, ঈশ্বরদী, কুড়িগ্রাম ও যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এসব এলাকায় তীব্র শীতের দাপটে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ