• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইউনিয়ন চেয়ারম্যানের শিশুপুত্রকে হত্যা, আটক ৬

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জুয়েল মিয়ার পাঁচ বছর বয়সী শিশুপুত্রকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। গত বৃহস্পতিবার রাতে বড় ঘাগটিয়া গ্রামের ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়ির চেয়ারম্যান জুয়েলের বড় ভাই নজরুল ইসলাম, তার স্ত্রী রণি আক্তার, মেয়ে নদী, বড় ভাই তোফাজ্জল ইসলামের স্ত্রী শারমিন আক্তার এবং পার্শ্ববর্তী বাড়ির আব্বাস আলীর ছেলে নয়ন ও আশ্রব আলীর ছেলে মোতালিবকে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পুলিশি জিজ্ঞাসাবাদ চলছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে গাজির চর ইউনিয়নের বড় ঘাগটিয়া গ্রামের নিজ বাড়ির সামনে সাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় চেয়ারম্যান মো. জুয়েল মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে আবির। অনেক খোঁজাখুঁজির পর কয়েকশ গজ দূরে অবস্থিত জুয়েল চেয়ারম্যানের বড় ভাইদের বাড়ির পিছনের একটি জঙ্গলে শিশু আবিরের গলা কাটা লাশ মিলে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ