• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

চট্টগ্রামে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো চারজন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে মতামত প্রত্যক্ষদর্শীদের। এই দিকে সড়ক দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে চট্টগ্রাম মেডিকেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পটিয়া থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে যাচ্ছিল একটি লোকাল বাস। এ সময় শান্তিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৭ জন আহত হন। শ্যামলী পরিবহনের দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৫ জনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়।

চট্টগ্রাম পটিয়া হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মো. আল আমিন বলেন, আমরা খবর পেয়ে আহতদের নিয়ে হাসপাতালে আসছি। আহতদের দুই একজনের নাম ঠিকানা জানা গেছে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।    নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়ার দম্পতি জাহিদ হোসেন ও নিগার সুলতানা এবং চট্টগ্রামের বাসিন্দা ওমর ফারুক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ