• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রিক্সা চলাচলের অনুমতির দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতির দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে তারা মেয়র বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন। ‘হয় কাজ দাও, নয় রিক্সা চালিয়ে বাঁচতে দাও’ শ্লোগান নিয়ে বুধবার সকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে এক যৌথ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি, রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। 

মহানগর রিক্সা ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল, জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান প্রমুখ।

বক্তারা ব্যাটারী চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে এবং প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে ব্যাটারী চালিত রিক্সা চলাচলের অনুমতির দাবী জানান। সমাবেশ শেষে একই দাবীতে নগরীতে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেন তারা। অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিটি মেয়র বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ