• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিষিদ্ধ পলিথিনমুক্ত ফুলপুর গড়তে বর্ণাঢ্য র‌্যালি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

নিষিদ্ধ পলিথিনমুক্ত ফুলপুর গড়তে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা শহরে ওই র‌্যালি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ওই কর্মসূচী বাস্তবায়ন করে।

র‌্যালিতে ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর ও বাসস্ট্যান্ড হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর দ্বারা ফসল নষ্ট হওয়াসহ  মশা মাছিজনিত নানা ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বর্জন করতে হবে। তা নাহলে এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁইয়া, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব, আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা রাসেল আহাম্মেদ রয়েল, শিক্ষিকা জহুরা খাতুন প্রমুখ। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ