• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বাক্ষরের জন্য কারাগারে পাঠানো হয়েছে খালেদার মনোনয়নপত্র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী মনোনয়নপত্র বাহক মারফত কারাগারে পাঠানো হয়েছে। আজকালকের মধ্যে তাঁর স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র পুনরায় সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের দায়িত্বশীল এক নেতা সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার বুধবার ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি উত্তোলন তোলেন।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের পক্ষে তিনটি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতারা। নিয়ম অনুযায়ী কারাবন্দি কোনও আসামির মনোনয়নপত্রে সই নিতে হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কাগজপত্র কারাগারে পাঠাতে হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্রের যাবতীয় কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই বাছাই করে দেখবেন। তারপর সই নেয়ার জন্য খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। তার কাছ থেকে সই নেয়া হলে এরপরই সেটি কারা কর্তৃপক্ষ আবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ