• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সিপিডি’র সংবাদ সম্মেলন

রাজনীতি করাটাই ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

স্বল্পন্নোত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। তবে দেশের উদ্যোক্তাদের জন্য নেই যথেষ্ট প্রস্তুতি। সরকারের নেওয়া নীতি সহায়তাগুলো বড় ব্যবসায়ীদের সুরক্ষা দিলেও ক্ষুদ্র বা মাঝারি পর্যায়ে উদ্যোক্তারা বঞ্চিত থেকে যাচ্ছে। বাংলাদেশকে এলডিসি থেকে উত্তোরণের প্রস্তুতি গ্রহণে উদ্যোক্তাদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিডিপি)। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড এলডিসিভুক্ত দেশগুলোর উদ্যোক্তাদের অবস্থা নিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতিতে সুশাসন থাকা দরকার। সেজন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিও দরকার। ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। কে রাজনীতিবিদ আর কে ব্যবসায়ী তা জনগণ বুঝে উঠতে পারছে না। রাজনীতিতে যুক্ত হওয়াটাকে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ আকারে দেখছেন। কারণ যে সমস্ত সুযোগ সুবিধা তারা অনেক ক্ষেত্রে পেয়েছেন, সেটা একমাত্র রাষ্ট্রীয় আনুকূল্য দ্বারাই সুরক্ষা করা সম্ভব।

‘এনট্রাপ্রিনরশিপ ফর স্ট্র্যাক্চারাল ট্রান্সফর্মেশন-বিয়ন্ড বিজনেস এজ ইউজ্যাল’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে আয়োজন করে সিপিডি। প্রতিবেদনটি বিস্তারিত তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহারে এলডিসি থেকে উত্তোরণের পথে অর্থনীতির কাঠামোগত রূপান্তরের দিক সম্পর্কে সুস্পষ্ট প্রতিফলন থাকা উচিত। আমরা উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি। এজন্য উন্নয়ন রাষ্ট্র থেকে উদ্যোক্তা রাষ্ট্রের দিকে যেতে হবে। উদ্যোক্তা শ্রেণি সৃষ্টি করতে চাইলে সরকারের নীতিমালার সাহায্য লাগবে। নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে হবে। আগামী দিনে ভারত, চীনসহ দক্ষিণ এশিয়া হবে বাংলাদেশের জন্য বড় বাজার। সেভাবে উদ্যোক্তাদের গড়ে তুলতে হবে। কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির বিষয়ে সতর্ক করেন তিনি। ড. ফাহমিদা খাতুন বলেন, বড় ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা তারাই নিতে পারছেন। তিনি উদ্যোক্তাদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। খন্দকার গোলাম মোয়াজ্জেম তার উপস্থাপনায় উল্লেখ করেন, বাংলাদেশে উদ্যোক্তা তৈরির বড় অন্তরায় সুশাসনের অভাব। সুশাসনের ঘাটতির কারণে লাইসেন্স থেকে শুরু করে ব্যবসা শুরু করার বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তরা বাধার সম্মুখীন হচ্ছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ