• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শপথ নেয়ার পর যা বললেন সুলতান মনসুর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ মার্চ ২০১৯  

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই শপথ নিয়েছি বলে জানিয়েছেন গণফোরামের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়ে বের হয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বাকি ৭ জনপ্রতিনিধিকেও শপথ নেওয়ার আহ্বান সুলতান মনসুর।

তিনি বলেন, সংসদে অংশ নেওয়া হলো আমার প্রথম কাজ। আমি আমার সংসদীয় এলাকা এবং জনগণের কথা বলতে শপথ নিয়েছি।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর আরও বলেন, আজ ৭ মার্চ, ঐতিহাসিক দিন। দিনটি ঐতিহাসিক হয়েই থাকবে। ১৮ বছর পর আবারও সংসদে আসছি। সর্বশেষ ১৯৯৬ সালের সংসদের সদস্য ছিলাম আমি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ