• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তিনশ` ছাড়ানো রানেও অখুশি অজিরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

রাচিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিনশ' ছাড়ানো ইনিংস গড়েছে ভারত। কিন্তু এই ইনিংসেও খুশি নয় সফরকারী অস্ট্রেলিয়া। কারণ রানটা সহজেই অস্ট্রেলিয়ার সাড়ে তিনশ' ছাড়ানোর কথা ছিল। শেষটায় ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করে অজিদের রানের লাগাম টেনে ধরে। আর তাতে ওপেনিং জুটিতে স্বপ্নের মতো শুরুর পরও ৩১৩ রান তুলতে পেরেছে ফিঞ্চরা।

টস জিতে ভারতীয় অধিনায়ক কোহলি এ ম্যাচে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। কিন্তু ভারতীয় অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশি সময় নেননি দুই অজি ওপেনার অ্যারণ ফিঞ্চ এবং উসমান খাজা। দু'জনে মিলে ১৯৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। তাও আবার ৩২ ওভারের মধ্যে। ফর্মহীন অস্ট্রেলিয়া অধিনায়ক এ ম্যাচে করেন ৯৩ রান। পরে ১০৩ রান করে ফেরেন উসমান খাজা। এমন শুরুর পর অনায়াসে অজিদের সাড়ে তিনশ' রান পাওয়ার কথা।

কিন্তু শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়া তুলতে পারে মাত্র ৬৯ রান। দলের হয়ে উসমান খাজা এ ম্যাচে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পান। কিন্তু ম্যাচ শেষে রান কম হওয়ার আক্ষেপের কথা জানান তিনি। পরে ম্যাক্সওয়েল ৩১ বলে ৪৭ রান করে ফিরে যান। মার্কোস স্টইনিস করেন ২৬ বলে ৩১ রান। অ্যালেক্স ক্যারি ১৭ বলে ২১ রান করেন। রাচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য ৩১৩ রানই এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান। এর আগে এখানে ২০১৩ সালে সর্বোচ্চ ২৯৫ রান তুলেছিল অস্ট্রেলিয়াই।

ভারতের হয়ে এ ম্যাচে ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া মোহাম্মদ শামী নেন একটি উইকেট। শেষ দিকে শামী-বুমরাহ এবং বিজয় শঙ্কররা ভালো বোলিং করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ