• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

কিশোরগঞ্জের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষায় সাংবাদিকরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শোলাকিয়া ঈদগাহকে কেন্দ্র করে এখানকার মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে। এ ঈদগাহের জমি শুধু ঈদগাহের জন্যই ওয়াকফ করা হয়েছে। এখানে মডেল মসজিদ নির্মাণ করা হলে এর ঐতিহ্য ও মর্যাদা নষ্ট হবে এবং সেটা ধর্মীয় রীতি নীতিরও পরিপন্থী। তাছাড়া ঈদগাহে মসজিদ নির্মাণ করা হলে ঈদগাহের পরিধিও কমে যাবে। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

সাংবাদিকরা শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিয়ে সে জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবি জানান। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গরুর হাটের কারণে সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী এ ঈদগাহের পরিত্রতা ও মর্যাদা নষ্ট হচ্ছে।

ফলে দল মত, ধর্ম বর্ণসহ সকল মানুষের দাবির সাথে সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, আবু তাহের, আনিসুজ্জামান খোকন, ফাইজুল হক গোলাপ, নজরুল ইসলাম খায়রুল, আল আজহার, এনামুল হক সেলিম, এম.এ. আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ