• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ সীমান্ত পরিদর্শন এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ৯০৬/৮-এস পিলার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিদর্শন ও বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উল-আলম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০০ বিএন বিএসএফ’র কমান্ড্যান্ট শ্রী অভিনেশ রঞ্জন।

বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উল-আলম  বলেন, বনচৌকি সীমান্তের পিলার ৯০৬/৬-এস থেকে ৯০৬/৮-এস পর্যন্ত ভারতের অভ্যন্তরে শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে রত্নাই নদীর ভাঙনের ফলে ভারতীয় কাঁটাতারের বেড়া নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়। ভারতীয় কর্তৃপক্ষ নদীর তীর সংরক্ষণের কাজের প্রস্তুতি নিলে বিজিবি'র বাঁধায় দীর্ঘদিন বন্ধ থাকে।

ওই নদীর তীর সংরক্ষণ কাজ পুনরায় শুরু করতে বিএসএফর আহ্বানে বিজিবি-বিএসএফ এবং উভয় দেশের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সমন্বয়ে যৌথ পরিদর্শন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। যৌথ পরিদর্শন ও বিস্তারিত আলোচনা শেষে ঊর্ধ্বতন দফতরের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নেওয়ার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। 

এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ করাসহ চোরাচালান রোধে উভয় বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান বিজিবি’র এ কর্মকর্তা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ