• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঢাকা বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে: নওফেল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

 রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার সেই উদ্যোগ নেবে যাতে বিভাগীয় শহরগুলো নিজ নিজ মহিমায় গড়ে উঠতে পারে। দেশে সুষম উন্নয়ন হবে।

বুধবার (৬ মার্চ) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) -২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা বসছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

ব্যারিস্টার নওফেল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ব্যবসার রাজধানী হবে চট্টগ্রাম। বাস্তবায়নাধীন প্রকল্প সমাপ্ত হলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা, কস্ট অব ডুয়িং বিজনেস বাড়ানোর বিষয় বাণিজ্যমন্ত্রী জানেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেলার চেয়ারম্যান ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম।

ফিতা কেটে অতিথিরা মেলা উদ্বোধন করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ