• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১৫ দিনের জন্য বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বস ধরনের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন ১৫ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি আদেশও জারি করেছে।

প্রথম ধাপে আগামী ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
 
আদেশে বলা হয়েছে- নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পূর্ববর্তী সাতদিন থেকে ভোটগ্রহণের পরবর্তী সাতদিন পর্যন্ত সব ধরনের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান  বলেন, প্রতিটি ধাপেই ১৫ দিনের জন্য এই আদেশ বলবৎ থাকবে। আর অবৈধ অস্ত্রও তো এমনিতেই নিষিদ্ধ। তাই সেটার উল্লেখ করার প্রয়োজন নেই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ