• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাল্যবিয়ে দেয়ার দায়ে জামাই-শ্বশুর-কাজীর কারাদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকায় বাল্যবিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবা, বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার বাবুডাইং গ্রামের বিয়ের কনের বাবা টিপু সুলতান (৪০), বর বাখর আলী গ্রামের দুলালের ছেলে আব্দুল জলিল (২৪) ও সূর্যনারায়ণপুর এলাকার কাজি মো. লিয়াকত আলীর ছেলে মো. জামাল আলী (৪২)। 
 
বর ও কনের বাবাকে ছয় মাস করে এবং বিয়ে পড়াতে যাওয়ার অপরাধে কাজীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সদর থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে  জানান, সদর উপজেলার বাবুডাইং এলাকায় টিপু সুলতান তার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে দিচ্ছেন স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।এসময় বর, মেয়ের বাবা ও কাজীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ