• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মিয়ানমার সীমান্তে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন ফুলত‌লি এলাকার পূর্ব হা‌জিরপাড়া থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

নাইক্ষ্যংছ‌ড়ি ১১ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযানে নামে বিজিবি। এসময় পরিত্যক্ত অবস্থায় চার লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে কে বা কারা এ চালানের সঙ্গে জড়িত এবং কারা পাচার করছিল তা এখনও জানা যায়নি। জব্দ হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে।

সাম্প্রতিককালে মিয়ানমার সীমান্ত এলাকায় জব্দ হওয়া ইয়াবা চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান বলেও জানান বিজিবি’র এ কর্মকর্তা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ